ডিব্রুগড়ে বিশ্ব এইডস দিবস পালন

এম হাশিম আলি, ডিব্ৰুগড় ১ ডিসেম্বর : ডিব্রুগড়ের স্বেচ্ছাসেবী সংস্থা “সেবা” বিশ্ব এইডস দিবস ২০২৫ উদযাপন করে। এই উপলক্ষে আজ (১ ডিসেম্বর) ডিব্রুগড়ের পুষ্কর সরোবর পোর্টিকোতে এবছরের বৈশ্বিক প্রতিপাদ্য “বিঘ্ন অতিক্রম করে, এইডস প্রতিক্রিয়ার রূপান্তর”–এর সঙ্গে সঙ্গতি রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, সেবা প্রদানকারী, সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধি এবং চা-বাগানের যুবক-যুবতীদের একত্রিত করে এইচআইভি/এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে প্রতিরোধের লক্ষ্যে সমষ্টিগত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিব্রুগড়ের অতিরিক্ত জেলা উপায়ুক্ত (স্বাস্থ্য) প্রাঞ্জল বরুয়া। তিনি এইচআইভি/এইডস আক্রান্ত মানুষের জন্য আরও শক্তিশালী সামাজিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং আক্রান্ত ব্যক্তিদের জন্য বৈষম্যমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, গৃহপরিবেশে সন্তানদের সঙ্গে এইচআইভি–সংক্রান্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি। এছাড়া, ড্রাগস সেবনকারীদের মধ্যে এইচআইভি সংক্রমণ কমাতে স্বাস্থ্য বিভাগের যে পদক্ষেপগুলি রয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সেগুলি আরও জনপ্রিয় করে তোলার আহ্বান জানান।তিনি উল্লেখ করেন যে অসম সরকারের স্বাস্থ্য বিভাগের O.S.T. সেবা এবং আসাম মেডিকেল কলেজের এক্সচেঞ্জ কর্মসূচি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ডিব্রুগড় জেলায় বিশেষভাবে ড্রাগস-আসক্ত ব্যক্তিদের সুস্বাস্থ্যের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিব্রুগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু বাহাদুর ছেত্রীয় ড্রাগস সেবনের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশ্বস্ত করেন যে পুলিশ অবৈধ মাদক সরবরাহ এবং মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অভিজিৎ শইকীয়া PLHIV–রা যে কলঙ্ক ও বৈষম্যের সম্মুখীন হন তা নিয়ে আলোচনা করেন। তিনি এইচআইভি/এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, ২০১৭–এর তাৎপর্য তুলে ধরেন—যা এইচআইভি–পজিটিভ ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের অধিকার সুরক্ষিত করে।আসাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ পার্থ প্রতীম দাস তাঁর বক্তব্যে বলেন, পরিবর্তিত জীবনযাত্রা কীভাবে যুবসমাজের মধ্যে ঝুঁকির আশঙ্কা বৃদ্ধি করেছে। তিনি উল্লেখ করেন যে AMCH–এর ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার (ICTC) রোগীর গোপনীয়তা নিশ্চিত করে বিনামূল্যে এইচআইভি পরীক্ষার সুবিধা প্রদান করে।ড়DSRC–STI ক্লিনিক, AMCH–এর পরামর্শদাতা ডাঃ কিরণ জ্যোতি ফুকন যৌনরোগের ভয়াবহতা বিষয়ে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, চিকিৎসা না করা যৌনরোগ (STI) এইচআইভি সংক্রমণের হার বাড়াতে পারে। তাই মেডিকেল কলেজের DSRC–STI ক্লিনিকে পাওয়া বিনামূল্যের সেবা গ্রহণের আহ্বান জানান। অসম মেডিকেল কলেজ এর O.S.T. সেন্টারের চিকিৎসা কর্মকর্তা ডাঃ পিংকি পাদ্দার O.S.T. সেন্টারে ইনজেকশন- ড্রাগ-ইউজারদের (IDU) জন্য প্রদান করা সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি বলেন, অপিয়ড সাবস্টিটিউশন থেরাপি ড্রাগস-আসক্ত ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর বিকল্প।
অনুষ্ঠানে উদ্দেশ্যভাষণে সেবার উপ-সভাপতি আরফান হুসেইন কলঙ্ক ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করতে সব অংশীদারের সহযোগিতামূলক ভূমিকা গ্রহণের আহ্বান জানান, যাতে বেসরকারি সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা আরও ফলপ্রসূভাবে কাজ করতে পারেন।সেবার সম্পাদক আলতাফ হুসেইন নতুন প্রজন্মকে ইতিবাচক চিন্তাধারা গ্রহণ, আত্মসচেতনতা বৃদ্ধি এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সমন্বয়ক পিংকি বিশ্বাস LGBTQ+ সম্প্রদায়ের অধিকারের ওপর গুরুত্ব আরোপ করে বৈষম্য দূর করতে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেবার প্রকল্প কর্মকর্তা ডিটি চাংমাই বরুয়া।সরকারি বিভাগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠী এবং যুবসমাজকে সচেতনতা বৃদ্ধি, পরীক্ষা ও চিকিৎসা–সেবার সম্প্রসারণে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চা-বাগানের যুবক-যুবতী, ড্রাগস পুনর্বাসন কেন্দ্রের সদস্য, এনজিও, সিবিও, সমাজের প্রতিনিধি, সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, PLHIV–রা এবং LGBTQ+ সদস্যরা প্রমুখ।
দিবসটির সঙ্গে সামঞ্জস্য রেখে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।



