ডিব্রুগড়ে ভারতীয় জীবন বীমা নিগম (LIC)-এর উদ্যোগে সচেতনতা র্যালি

এম হাসিম আলি, সংবাদদাতা, ডিব্রুগড়-২৫ নভেম্বর : ভারতীয় জীবন বীমা নিগম (LIC)-এর যোরহাট বিভাগাধীন ডিব্রুগড় শাখার উদ্যোগে আজ ডিব্রুগড় শহরে একটি সচেতনতা র্যালি বের করা হয়। এই র্যালির উদ্দেশ্য ছিল LIC-র বিভিন্ন প্রধান বীমা প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কীভাবে মানুষ বীমা সুরক্ষা থেকে উপকৃত হতে পারে তা জানানো।র্যালিতে LIC-এর ডিব্রুগড় শাখার আধিকারিক, কর্মী এবং এজেন্টরা অংশগ্রহণ করেন। তাঁরা “বীমা নিন, সুরক্ষিত থাকুন”, “দুর্যোগ যে কোনো সময় আসতে পারে”, “অপ্রত্যাশিত ঘটনায় বীমা পাশে থাকে”—এ ধরনের বিভিন্ন স্লোগান তোলেন, যার মাধ্যমে বীমাকে একটি গুরুত্বপূর্ণ ও সহায়ক মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।র্যালিটি চৌকিডিংগি শাখা অফিস থেকে শুরু হয়ে থানাচারি আলি, ফুলবাগান, এইচ.এস. রোড ও শান্তিপাড়া হয়ে পুনরায় চৌকিডিংগি শাখা অফিসে ফিরে আসে। র্যালি শেষে একটি আর্থিক সচেতনতা সভারও আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন—সুব্রত রায়, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার; দেবজিৎ বরা, ব্রাঞ্চ ম্যানেজার; এবং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোরঞ্জন dihingia।.



