বাংলাদেশ

অনিয়ম-দুর্নীতি, জবরদখলকারী ক্ষমতাধর রাঘববোয়াল হলে ও ছাড় দেওয়া হবে না ” -ইউএনও (রামু) মোঃ এরফানুল হক চৌধুরী

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী বলেছেন,রম্য ভুমি রামুতে অনিয়ম,দুর্নীতি ও জবরদখলবাজরা যতই শক্তিশালী হউক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সকল অপরাধী কে কঠোর শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি ঈদগড় বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট ও বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।

রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈদগড় বাজার সড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেন এবং বউঘাটা–নতুনপাড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী আরো বলেন,রামু উপজেলা বাসীর জানমালের নিরাপত্তার দায়িত্ব যেমন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে নিশ্চিত করছে তেমনি উপজেলার আওতাধীন এলাকায় স্কুল, কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রশাসন বিশেষ নজর রাখছে।রামু উপজেলা কে মাদক সেবন, বিকিকিনি ও চোরাচালান রোধ করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। তবে প্রশাসনের পাশাপাশি জনগন কে মাদকের বিরুদ্ধে সজাগ হতে হবে। বর্তমান প্রজম্ম কে মাদকের ছোবল থেকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। বালু চোরাচালান, সন্ত্রাস,ডাকাতি এলাকার সুনাম নষ্ট হচ্ছে এসব অপরাধীদের প্রশাসন কঠোর এ্যাকশনে নেমেছে।সন্ত্রাসের শেকড় মূলোৎপাটনে প্রশাসন ও সচেতন জনগন এক যোগে কাজ করছে।যে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সকল কে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন,এ ধরনের পরিস্থিতি দেখা দিলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী কে অবহিত করার অনুরোধ জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈদগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান যাচাই এবং বিভিন্ন সরকারি সেবার কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ইউএনও।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী রামু উপজেলার ১১ ইউনিয়নে জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে সরকারের নির্দেশে নিরলস ভাবে কাজ করছেন বলে ও জানান।

অভিযান ও পরিদর্শনে উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সিকদার, ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. খুরশেদ আলম, ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ডাক্তার এম ইব্রাহিম বাবুল, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হুদা, যুবদল সদস্য সচিব আহসান উল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা।
উচ্ছেদ অভিযানের বিষয়ে ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, “অনেক দিনের পরিকল্পনা ছিল কীভাবে ঈদগড় বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা যায়। বাজারের আশপাশে গড়ে ওঠা অনেক অবৈধ দোকান ও স্থাপনা সড়ক দখল করে রাখায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট দেখা দিত। আজকের অভিযানে গুরুত্বপূর্ণ অংশ উচ্ছেদ করা হয়েছে। বাজারকে নিয়মের মধ্যে আনতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের যেসব সমস্যা রয়েছে তা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করছি। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছি। কোথায় কি চ্যালেঞ্জ বা সুবিধা আছে তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কোনো অনিয়ম আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে ও জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

২৫ নভেম্বর স্হানীয় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী কে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশ দখল করে দোকান বসায় বাজারে ভিড় ও যানজট লেগে থাকত। উচ্ছেদ অভিযানের ফলে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।এ জন্য ঈদগড় বাজারের ব্যবসায়ী মহল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে বলে ও মনে করছেন স্থানীয়রা।

Related Articles

Back to top button