বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মাখদুম সামি কল্লোল: বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) স্টাফ কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরের ব্যাচ নম্বর ২৬–২৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মকর্তা/কর্মকর্তা (ক্যাশ)–দের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান রোববার ২৩ নভেম্বর তারিখে স্টাফ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী,
উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম,
বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত) জনাব এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা
এছাড়া স্টাফ কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আর্থিক খাতে দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমে আরও গতি আনার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষিখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় সেবা মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই কোর্সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

স্টাফ কলেজের অধ্যক্ষ জানান, ব্যাচ ২৬–২৭ এর এই বুনিয়াদী প্রশিক্ষণে আধুনিক ব্যাংকিং, প্রযুক্তি, গ্রাহকসেবা, নৈতিকতা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি সফল কোর্স সমাপ্তির শুভকামনা জানানো হয়।

Related Articles

Back to top button