topআন্তর্জাতিক

নিজেদের তৈরি যুদ্ধবিমান ‘কান’-কে আরও উন্নত করছে তুরস্ক

টাইমস ২৪ ডটনেট: নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘কান’-কে আরও উন্নত করছে তুরস্ক। ইতোমধ্যে এ কাজ শুরু হয়েছে শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের।গত কাল তুরস্কের পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে ইয়াসের গুলের জানিয়েছেন, কান-এর ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান জন্য আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়েছে।


তুরস্কের যুদ্ধবিমান কান ‘টিএফএক্স’ নামেও পরিচিত। ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধবিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের বছর ২০১১ সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।


প্রস্তাবিত কান বা টিএফএক্স পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি এফ-২২ র‌্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।


পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে পারে। এই সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’।কান বা টিএফএক্স ইতোমধ্যেই ‘জাতীয় যুদ্ধবিমান’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে কান পরে মে মাসে হয় দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন।


টিএফএক্সকে বলা হয় তুরস্কের বিমান বাহিনীর গর্ব। কারণ এই বিমানের সবকিছু তুরস্কে তৈরি হয়েছে। আগামী ২০২৮ সালে টিএফএক্সকে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে বলে আশা করছে তুরস্কের সরকার।

সূত্র : আনাদোলু এজেন্সি।

Related Articles

Back to top button