চরফ্যাশনে ডিলারের বিক্রিত সরকারি চাল নারীর ঘরে জব্দ

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে আব্দুল্লাহপুর ইউনিয়নে মন্নান নামে এক ডিলারের বিক্রিত খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল নারীর ঘরে পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে আব্দুল্লাহপুর ৩ নম্বর ওয়ার্ড নুরুল ইসলাম হুজুরের বাড়ির মাকসুদের বসতঘর থেকে সাড়ে ৭ বস্তা চাল জব্দ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত মো. মন্নান আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার এবং ওই ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার দরিদ্র মানুষের জন্য প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বরাদ্দ দেয়। ডিলার মন্নান প্রতি কার্ডধারীর কাছ থেকে ৫০০ টাকা আদায় করে মাত্র ২৫–২৬ কেজি চাল দেন, এবং অতিরিক্ত চাল গোপনে বিক্রি করেন।
চাল উদ্ধার হওয়া ঘরের গৃহবধূ আছমা বেগম বলেন, আমার কার্ড রয়েছে। আর ডিলার মন্নান আমার কাছ থেকে ১৫০০ টাকা ধরে ৭ বস্তা চাল বিক্রি করেছেন। আমি তার কাছ থেকে ক্রয় করেছি।
চাল জব্দের পর অভিযুক্ত ডিলার মো. মন্নান আত্মগোপনে চলে গেছেন। তার ব্যবহৃত ফোনে একাধিক বার কল দেয়া হলে রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, সরকারি বরাদ্দের চাল নারী ঘরে জব্দের সত্যতা প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



