আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠন হবে: মোস্তফা কামাল

মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি, কেউ দেশের অর্থ লুটপাট করেছে, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। বিগত দিনে জামায়াতের কোনো এমপি, মন্ত্রী বা নেতা-কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেনি। তাই জনগণ মনে করছে, জামায়াতে ইসলামী’র নেতৃত্বে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে জামায়াতে ইসলামী’র নেতৃত্বে সরকার গঠিত হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী মোটরসাইকেল র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে এবং বেকারত্ব দূর করা হবে। বেকারত্ব কমলে অপরাধ প্রবণতাও অনেকাংশে কমবে। আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদকমুক্ত করবো। আমাদের প্রতিপক্ষ দলও জানে, জামায়াতে ইসলামী’র কোনো নেতা-কর্মী মাদক সেবন করে না। তাই আমরা পারবো% মাদকমুক্ত এলাকা গড়ে তোলতে। আপনাদের সমর্থন পেলে চরফ্যাশনকে শান্তির জনপদে রূপান্তর করবো।
এ সময় চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মহিববুল্লাহ, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম ও উপজেলা যুব, ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল সাড়ে আটটায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেলের র্যালি শুরু হয়ে চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও দুলারহাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চরফ্যাশন সদরে শেষ হয়। র্যালির অগ্রভাগে অবস্থান নিয়ে ছাদখোলা গাড়ি থেকে হাত উঁচিয়ে মানুষকে শুভেচ্ছা জানান প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।



