বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় ৩ দিনব্যাপী ইজতেমা: শনিবারে আখেরী মোনাজত

মো: আ: জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের বগা কৃষ্ণপুর গ্রামের তালুকদার বাড়ি সংলগ্ন নওমুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় ৩দিন ব্যাপী ইজতেমা-২০২৫ শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধমে ইজতেমার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ব বিখ্যাত দাঈ, হযরত মাওলানা কালীম সিদ্দিকী দা. বা. এর বিশিষ্ট খলিফা উপ-মহাদেশের প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ (হাফি.)।
এ সময় খাইরুল উম্মাহ ফাউন্ডেশন এর পরিচালক, দারুল উলুম মাহমুদিয়া মাহমুদ নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুর রহমান তালুকদার, মুক্তি আব্দুর রাকিব দা. বা., জেলার জিম্মাদার মুক্তি সোহাইল বিন নূর, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী দা. বা., জামাতের জিম্মাদার সাথীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার ছাত্র এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দারুল উলুম মাহমুদিয়া মাহমুদ নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আনিসুর রহমান তালুকদার বলেন, প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ হাফি. এর পরামর্শ ও দিক-নির্দেশনায় পরিচালিত খাইরুল উম্মাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান।
তিনি বলেন, অরাজনৈতিক সংগঠন খাইরুল উম্মাহ এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী দাওয়াতি ও তালিমি এই ইজতেমায় দেশবরেণ্য উলামা মাশায়েখ, দাঈ বুযুর্গানে দ্বীন ও ইসলামী চিন্তাবিদগণ নসীহত পেশ করছেন।
তিনি আরও বলেন, এ ইজতেমা আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে কুরআন হাদীসের শিক্ষা, নামাজের দাওয়াত, দোয়া কালেমা শিক্ষা ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে এ ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনেকরি।
দাওয়াতি ও তালিমি এই ইজতেমায় দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে জামাতবন্দি হয়ে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণ এতে অংশগ্রহণ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ঘটিকায় শেষ বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক সমাপনী হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

Related Articles

Back to top button