ভারত

সাংবাদিক ও লেখিকা মুবিনা আখতারকে ডিব্রুগড় জেলা মহিলা সমিতির ‘অনন্যা নারী অনন্য গ্রন্থ’ পুরস্কার প্রদান করা হবে

এম হাশিম আলি,ডিব্রুগড়, ১১ নভেম্বরঃ শতবর্ষ প্রাচীন ডিব্রুগড় জেলা মহিলা সমিতি প্রতি দুই বছর অন্তর প্রদান করে আসা ‘অনন্যা নাৰী অনন্য গ্রন্থ’ পুরস্কার ২০২৪-২৫ সালের জন্য নির্বাচিত করেছে বিশিষ্ট লেখিকা, সংগঠক, পরিবেশকর্মী, সমাজসেবিকা এবং আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক মুবিনা আখতারকে। সমাজে তাঁর অনবদ্য অবদান ও বহুল প্রশংসিত ‘’অসমের বন্যপ্রাণী” নামের সাম্প্রতিক গ্রন্থটির জন্য আখতারকে এই পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেছেন মহিলা সংগঠনের সভানেত্রী দীপালি শাইকিয়া। আগামী ১২-২২ ডিসেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিতব্য চতুর্দশ ডিব্রুগড় বইমেলায় মহিলা সমিতির আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে লেখিকা মুবিনা আখতারকে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে লেখিকা মুবিনা আখতারের আরও কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হলো“ প্রকৃতি-পরিবেশ- প্রত্যাহ্বানের গ্রিন রিপোর্টিং এবং “ সোনালী সুতার ভবিষ্যৎ। নব্বইয়ের দশক থেকেই পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে যাঁরা সফল হয়েছেন, তাঁদের মধ্যে মুবিনা আখতার আসামের অন্যতম মহিলা সাংবাদিক।আসামিয়া ও ইংরেজি—দুই ভাষাতেই সমান দক্ষতায় সাংবাদিকতা করে আসা আখতার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছেন। ২০২২ সালে আসাম সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন দপ্তর থেকে মানব ও বন্যপ্রাণীর সংঘাত প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে অসাধারণ অবদানের জন্য তাঁকে “পরিবেশ মিত্র” সম্মানে ভূষিত করা হয়।

উল্লেখ্য, এই পুরস্কার পূর্বে পেয়েছেন বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী ও ক্যান্সার গবেষক ডাঃ গায়ত্রী গগৈ, আদর্শ মা ও সমাজকর্মী প্রয়াত শান্তি গগৈ, ঔপন্যাসিক জুড়ি বরা বড়গোহাঞি, এবং বিশিষ্ট লেখিকা নীলিমা গোস্বামী।
@@@@
এম হাশিম আলি
ডিব্রুগড়

Related Articles

Back to top button