বাংলাদেশ

চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে নবম শ্রেণির দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মীর সাজু, ‎চরফ্যাশন (ভোলা) থেকে : ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. জুবায়েদ (১৬) ও মো. জিহান (১৫) নামের নবম শ্রেণির দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাষ্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন-ওমরপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। বিকেল সাড়ে ৫টায় প্রাইভেট পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

‎নিহতের বন্ধু সামির জানান, জুবায়েদ আমি আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং বন্ধু জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আমরা ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ মাস্টারের কাছে প্রাইভেট পড়াশোনা করি। সোমবারও পড়াশোনা শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল আমার দুই বন্ধু।

‎নিহতের পরিবারসহ পুরো গ্রামের মানুষ শোকে স্তব্ধ। জিহানের মা রহিমা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমার ছেলে আর ফিরবে না, আমি তাকে আর দেখতে পারব না। জুবায়েদের পরিবারও ধাক্কায় স্তব্ধ, আহাজারি ও শোকগ্রস্ত। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ঘটনার পর কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles

Back to top button