রাজনীতি

দেশের ক্রান্তিকাল সময় গুলোতে একমাত্র বিএনপির দেশের হাল ধরেছে: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, “দেশের ক্রান্তিকাল সময়ে গুলোতে একমাত্র বিএনপিই দেশের হাল ধরে রেখেছে। জনগণের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল এখন বিএনপি।” আগামী নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং তৃণমূলকে আরও সক্রিয় করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি কাজ করছে বলে জানান মোস্তফা জামান।

বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগ থানাধীন ৫৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ও স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেন।

মোস্তফা জামান বলেন, বিগত ১৭ বছর “রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অস্থিরতা, অব্যবস্থাপনা ও দুঃশাসন চরম পর্যায়ে পৌঁছেছে। জনগণ আজ ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। এই কঠিন সময়ে বিএনপি দেশের মানুষের কণ্ঠ, মানুষের আশা এবং মানুষের অধিকার রক্ষার লড়াই লড়ছে।”

তিনি আরও বলেন, বিগত সময় থেকে “দলের নেতাকর্মীরা আজ‌ও মাঠে-ঘাটে অত্যাচার-নির্যাতন সত্ত্বেও যে অদম্য সাহস ও অটল অবস্থানে দাঁড়িয়ে আছে—এটাই প্রমাণ করে বিএনপিই জনগণের প্রকৃত শক্তি। এই শক্তির ওপর ভর করেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব।”

উঠান বৈঠকে বক্তারা দাবি করেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কোনো বিকল্প নেই। তারা তৃণমূল নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির ভূমিকা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমাধান বিএনপির হাত ধরেই আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ সাইদ হাসান ( সাগর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, শহীদ মীর মুগ্ধের বড়ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button