বাংলাদেশ

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযান,অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

এস.এম.নাহিদ: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করা হয়।

অভিযানে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গানপাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button