বাংলাদেশ

জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড অব ফ্রিডম-২০২৪ অনুষ্ঠিত

মাখদুম সামি কল্লোল: বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও “অ্যাওয়ার্ড অব ফ্রিডম-২০২৪” প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সভাপতিত্ব করেন দি ইউনিভার্সিটি অব কুমিল্লার গণযোগাযোগ ও জার্নালিজম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হানিফ খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম কাদের। তিনি বলেন, “ফ্রিল্যান্স সাংবাদিকরা কোনো প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, তাই তারা সত্য, যুক্তি ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে অবস্থান নিতে পারেন। নির্বাচনের সময় তাদের ভূমিকা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ।”

প্রধান অতিথি আলহাজ্ব অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেন, “ফ্রিল্যান্স সাংবাদিকদের শক্তি হলো স্বাধীনতা। তারা কারও কাছে দায়বদ্ধ নয়, তাই সত্য তুলে ধরার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা নিতে পারেন। তবে বর্তমান সময়ে সংবাদমাধ্যম নানা সীমাবদ্ধতার মুখে পড়েছে। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন—এটাই সময়ের দাবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক প্রফেসর গাউসুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো-এর সম্পাদক মফিজুর রহমান খান বাবু, চিত্রশিল্পী সন্তু সাহা, সমাজ সংস্কারক তাজনাহার মিলি, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ ও আর আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল হামিদ সরকার, কবি ডা. এস. এম. ইমরান আলী এবং কবি ও গীতিকার ঢালি মো. দেলোয়ার।

অনুষ্ঠানে সাংবাদিকতা, সাহিত্য ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশিষ্টজনের হাতে “অ্যাওয়ার্ড অব ফ্রিডম-২০২৪” তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বাংলাদেশের আলো, বাংলার সমাচার, জনপ্রশাসন ও অমর প্রকাশনী।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি গোলাম কাদের।

Related Articles

Back to top button