দক্ষিণখানে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

রানা মিয়া: রাজধানীর দক্ষিণখান থানার হলান এলাকায় সোমবার (২১ অক্টোবর) রাত ৮টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু। এছাড়া ৪০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর বিপুল উপস্থিতি দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র গঠন করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব। জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের জনগণ স্বৈরাচারী সরকারের নির্যাতন ও দুঃশাসনের শিকার হয়েছে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিই পারে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে নিজেদেরকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির আগামী দিনের রাষ্ট্র গঠন ও জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে আলোচনা করেন। সভা শেষে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে স্লোগান দেন।
এ সময় পুরো উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়, যেখানে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈঠকটি ছিল দক্ষিণখান এলাকায় বিএনপির আগামী নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনের কর্মতৎপরতা জোরদারের অংশ হিসেবে একটি সফল উদ্যোগ।