বাংলাদেশ

বেনাপোল সীমান্তে মাদক ও ভারতীয় মালামাল সহ ২ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি :যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় মালামাল সহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র টহলদল ৮ অক্ট বর ২০২৫ বুদবার পাঁচপীরতলা বিওপি,বেনাপোল আইসিপি,বেনাপোল আমড়া খালী চেকপোষ্ট সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল সহ ২ জনকে আটক করে

আটক মালের মধ্যে রয়েছে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল,WINCEREX COUGH SYRUP, গোল মরিচ, কালোজিরা, ঔষধ শাড়ী আটক করে। আটক মালামালের মূল্য ৬,৬০,২০০/ছয় লক্ষ ষাট হাজার দুইশত টাকা

আটক কৃতরা হলো,- ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার(৩৫), পিতা: পরিমল সিকদার, গ্রাম: চাঁদ পাড়া বাজার, পোস্ট: চাঁদ পাড়া বাজার, থানা: গাইঘাটা, জেলা: উত্তর চব্বিশ পরগনা,বাংলাদেশী নাগরিক নাম মোহাম্মদ আব্দুল শহীদ(৪২), পিতা: এবাদুল হক, গ্রাম: অগ্রভূলোট, পোস্ট: গুগা বাজার, থানা: শার্শা, জেলা: যশোর।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধি নায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভি যানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button