topআন্তর্জাতিক

পাকিস্তানে সেনা অভিযানে ১৪ জন নিহত

টাইমস ২৪ ডটনেট: পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারের জেহরিতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এই সন্ত্রাসীদের ভারতীয় ‘প্রক্সি বাহিনীর সদস্য’ হিসেবে অভিহিত করেছে নিরাপত্তা বাহিনীর সূত্র।শনিবার (৪ অক্টোবর) পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতীয় প্রক্সি বাহিনীর সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় ১৪ সন্ত্রাসী নিহত ও ২০ জন আহত হয়।এরআগে বেলুচিস্তানের সেরানি বিভাগে গত সপ্তাহে এমন অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। ওই সময় সাত সন্ত্রাসী নিহত হয়।ওই অভিযানের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, সেরানিতে তেহরিক-ই-পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তখন সাত ভারতীয় খারেজি নিহত হয়।সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিসের তথ্য অনুযায়ী ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে পাকিস্তানে সহিংসতা ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে। তৃতীয় ত্রৈমাসিকে যেসব সহিংসতা হয়েছে তার ৪৬ শতাংশই হয়েছে এ দুটি প্রদেশে।

সূত্র: জিও টিভি।

Related Articles

Back to top button