বিশ্ব লায়ন্স দিবস উপলক্ষে লায়ন্স ক্লাবের বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

ফাতেমা নাসরিন : বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ- ০১- ১১ অক্টোবর পর্যন্ত বিশেষ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ক্লাবে এ সেবা উদ্বোধন করা হয়।
অক্টোবর সেবা কার্যক্রম কমিটির সদস্য সচিব কে,এম,আকতার হোসেন এর সঞ্চালনা ও পরিচালনায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মুখ সড়কে আয়োজিত লায়ন্স সমাবেশ থেকে একগুচ্ছ বেলুন ও শ্বেত কবুতর উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স আন্তর্জাতিক এর পরিচালক নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন এরিয়া লিডার কাজী সাইফুল, মাল্টিপল চেয়ারপার্সন আশরাফ হোসেন হিরা, জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, ১ম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সেবা কর্মসূচীর চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম,২য় ভাইস জেলা গভর্নর ড:আবুল হোসেন খন্দকার, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান।
তিনি উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক বলেন- বিশ্বব্যাপী লায়ন্স সেবা মানবতার কল্যাণে একশত আট বছর যাবৎ এক অন্যন্য অবদান রেখে আসছে।বাংলাদেশের লায়ন্সগন দুর্যোগ-বিপদে সর্বদা মানুষের পাশে থেকে কল্যাণের অনন্য দৃষ্টান্ত রেখেছে। জেলা গভর্নর একেএম গোলামা ফারুখ জেলার সকল ক্লাবকে অক্টোবর সেবাদানের জন্য দুস্থ মানুষের পাশে থাকার আহবান জানান। উদ্বোধন শেষে জেলার ১৪৫ ক্লাব থেকে আশা একহাজার অধীক লায়নদের এক বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক ধরে আগারগাঁও লায়ন্স ভবনে এসে শেষ হয়। এরিয়া লিডার কাজী সাইফুল বলেন- লায়নগন সর্বদা মানবতার সেবায় নিবেদিত যা সাধারণ মানুষের কল্যাণে অসামান্য ভূমিকা রাখবে।” মাল্টিপল চেয়ারপার্সন বলেন- লায়ন্স জেলা ৩১৫এ১ সর্বদা মানুষের কল্যাণে অগ্রণী ভুমিকা রাখেন ও সমাজসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সেবা দিতে আহ্বান জানান।
এছাড়াও লায়ন্স জেলা ৩১৫ এ১-এর সাবেক গভর্নর নজরুল ইসলাম সিকদার,
ডিস্ট্রিক এলসিআইএফ কোঅর্ডিনেটর আনিসুর রহমান, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর মো. রমজান খান , ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর মো. মোরসালিন খান, ডিস্ট্রিক্ট মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, মোহাম্মদ মোরশেদ আলম ভূঁইয়া ( ইনভারমেন্ট চেয়ারপারসন) -সহ জেলা নেতৃবৃন্দ র্যালীর নেতৃত্ব দেন। ১ অক্টোবর উদ্বোধনী দিনে সমাবেশ ও র্যালী ছাড়াও অগারগাও লায়ন্স ভবনে রক্তদান কর্মসূচী, মিশন ১.৫ এর উপর সেমিনার ও লিওদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।