তামাকমুক্ত গণপরিবহন নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের আহ্বান

মাখদুম সামি কল্লোল: গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ থাকলেও আইন কার্যকরভাবে প্রয়োগ না হওয়ায় প্রতিদিন হাজারো যাত্রী স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ অবস্থায় স্বাস্থ্যকর, নিরাপদ ও তামাকমুক্ত গণপরিবহন নিশ্চিতে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাস্ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিরোধে আইন শক্তিশালী করা জরুরি” শীর্ষক লিফলেট ক্যাম্পেইনে বক্তারা বলেন—
গণপরিবহনে ধূমপান করলে চালক ও যাত্রীর বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার ব্যবস্থা নিতে হবে।
টার্মিনাল ও চেকপোস্টে নিয়মিত নজরদারি চালু করতে হবে।
প্রতিটি যানবাহনে তামাকমুক্ত সাইনবোর্ড বাধ্যতামূলক এবং পরিবহন লাইসেন্স নবায়নের শর্তে তামাকমুক্ত নীতি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও জানান, সিগারেট কোম্পানির অবাধ প্রচারণা তরুণদের ধূমপানে প্রলুব্ধ করছে। তাই কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া তামাকমুক্ত পরিবহন সম্ভব নয়।