পিআরপদ্ধতির দাবিতে বেনাপোলে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বেনাপোল সংবাদদাতা: সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনি- ধিত্ব(পিআর)পদ্ধতি নিয়ে গণভোট আয়ো জনের দাবি তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা কমিটির অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ (পাঁচ) দফা দাবিতে ডাকা যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্থল বন্দর বেনাপোল বড় মসজিদ গেটেএ সমাবেশ হয়।
বেনাপোল পোট থানা কমিটির আয়োজনে থানা আমীর রেজাউল ইসলাম এর সভা পতিত্বেও সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যও যশোর ৮৫,শার্শা-১,গণমানুষের নেতাএবং মনোনী ত-এমপি প্রার্থী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফ্যাসিবাদি সরকার
জন্ম হবে, পিয়ার মানতে হবে। জরিপে বলছে ৭০ শতাংশ লোক পিয়ারের পক্ষে।কমিশনে ৩১টি দলের ২৫টি দল পিয়ারের পক্ষে। জনগণ যদি পিআর মানে তো আপনাদের কেও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামায়াতে ইসলামী তা মেনে নেবো।
দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে নিতে দেশবাসীর যে আকাঙ্ক্ষা, জামায়াত ইসলামী সেই প্রচেষ্টায়- প্রাধান্য দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগামীতে কারা ক্ষমতায় যাবে,আমরা জানি না।তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার,এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি,আইনি ভিত্তি দেওয়ার উপযুক্ত সময়। সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐকমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধান হচ্ছে ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোন সংকট তৈরি না করে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ি মতিয়ার রহমান,মো:নুরুল হক,সেক্রেটারিবেনাপোল পৌর কমিটি,মাওলানা বেনাপোল পোর্ট থানা শাখা। মাওলানা মোঃ মুজিবুর রহমান মাওঃ মোঃ ইয়াকুব আলী মাওঃ মোঃ রিয়াসাত আলী মাওঃমোঃআরিফ বিল্লাহ মাওঃমোঃ লোকমান হোসেন মাওঃ মোঃ সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
সমাবেশ চলাকালে দলের নেতাকর্মীদের ‘এই মুহূর্তে দরকার, পিআর আর সংস্কার’, ‘পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও’, ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা’ স্লোগান দিতে দেখা যায়।