বাংলাদেশ

সাতক্ষীরার উন্নয়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে জেলা সমিতির প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি: দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পান্থপথে অবস্থিত জেলা সমিতির কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন-সাতক্ষীরা সবচেয়ে অবহেলিত একটি জেলা। বিগত ১৫ বছরে এই জেলায় কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বরং রাজনৈতিক কারণে দাবিয়ে রাখা হয়েছিলো। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর সরকার যখন সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকল্প গ্রহণ করেছে তখনই গাত্রদাহ শুরু হয়েছে। দেশের প্রথমসারির দৈনিক প্রথম আলো তাদের সংবাদে প্রকৃত চিত্র তুলে ধরেনি বরং ভুলভাবে উপস্থাপন করেছে।

সাতক্ষীরা জেলায় মোট ৫৭৮৮ টা সড়ক আছে। তার মোট দৈর্ঘ্য ১১০০২.৪৬ কিমি। এরমধ্যে পাকামাত্র ২২৩০.৩১ কিমি যা ২০.২৭%। তাহলে কাচা রাস্তার পরিমাণ ৮৭৭২.১৫ কিমি অর্থাৎ ৭৯.৭৩% কাচা। দৈনিক প্রথম আলো ইচ্ছাকৃতভাবে এটা তাদের সংবাদে তুলে ধরেনি। এমনকি উক্ত প্রজেক্ট আসলে তাতে মাত্র ১৩১০.২২কিমি পাকা হবে। তখনো কাঁচা রাস্তার হার হবে ৬৬%. অন্যদিকে প্রথম আলো রিপোর্ট করেছে মেরামতের। অর্থাৎ পাকা রাস্তা হওয়ার পরে নষ্ট হওয়া। কিন্তু আমাদের বর্তমানেও৭৯% কাচা রাস্তা। অন্যান্য যে সকল জেলার কথা বলেছে যেমন নোয়াখালী এবং ফেনী। এসব জায়গায় পাকা হয়ে গেছে বেশি। মেরামতের পরিমাণ কম। কিন্তু আমাদের মেরামতের বিষয় তো প্রশ্নই ওঠে না। কারন আমাদের রোড পাকাই হয় নাই ৮০%।

সর্বশেষ সাতক্ষীরা জেলার মোট সড়কের পরিমাণ ১১০০২.৪৬ কি:মি: পত্রিকার রিপোর্ট অনুযায়ী ৯২৯৪ কি:মি:। যা সত্য নয়। পাকা রাস্তার পরিমাণ ২২৩০.৩১ কি:মি: বা ২২.১৩% মাত্র; পত্রিকার রিপোর্ট অনুযায়ী ৩৩৩৯ কি:মি:। যা সত্য নয়। বর্তমানে সংস্কারকাজ চলছে ১৯.২৭ কিলোমিটার সড়কের; পত্রিকার রিপোর্ট অনুযায়ী ১০৫০ কি:মি:।যা সত্য নয়। ২০২২-২৩ অর্থ বছরে ১০৬.৪৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪১.৪৩ কোটি টাকা; যা মাত্র ৩৯.০৫%। ২০২৩-২৪ অর্থ বছরে ১১৮.৭৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪১.১৮ কোটি টাকা; যা মাত্র ৩৪.৬৭%। ২০২৪-২৫ অর্থ বছরে ১২৮.৭৬ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪৪.১২ কোটি টাকা; যা মাত্র ৩৪.২৭%। ২০২৫-২৬ অর্থ বছরে ১৪৩.৯৭ কোটি টাকার চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয় মাত্র ৪০.৫১ কোটি টাকা; যা মাত্র ২৮.১৪%।

সাতক্ষীরার উন্নয়ন ঠেকানোর জন্য বারবার অপচেষ্টা চালানো হয়েছে। অথচ সাতক্ষীরা থেকে সরকার যে পরিমান আয় করে সেই পরিমাণ ব্যয় তো দূরের কথা ধারেকাছেও করে না। শিক্ষার দিক থেকেও সাতক্ষীরা অনেকটা এগিয়ে কিন্তু অবকাঠামোয় মারাত্মক বেহাল অবস্থা। সাতক্ষীরার উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে, কোন অপ্রচার করে উন্নয়ন আটকে রাখা যাবে না।

Related Articles

Back to top button