বাংলাদেশ

সমিতির অর্থ আত্মসাৎ ও বাড়ি দখলকারীদের বিচার ও অর্থ-সম্পদ ফেরতের দাবি

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মিরপুরের ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের ৪ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৫’শ টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং সমিতির সদস্যদের কেনা মিরপুরের শাহআলী থানা এলাকার ১-৮ এভিনিউয়ের ১-বি হোল্ডিংসের বাড়িটি ফ্যাসিস্টের দোসর আব্দুল লতিফ দেওয়ান তার স্ত্রীর নামে লিখে নিয়ে দখল করেছে। সমিতির আত্মসাৎ করা অর্থ ও বাড়িটি ফিরিয়ে দিতে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে সমিতির টাকা ও বাড়ি উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা।
গতকাল ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মালেক মাদবর, সহ সভাপতি মো. ইসহাক জোমাদ্দার, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন রনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা ও আয়েশা বেগমসহ সাধারণ সদস্যরা।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, গত ২০২২ সালের ২৮ এপ্রিল ছিন্নমূল বণিক সমবায় সমিতির লিমিটেডের ৬ (ছয়) সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৯ এপ্রিল নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ২৭ এপ্রিল ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবার পূর্বে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সমিতির সদস্যরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হন ও সমিতির কার্যক্রম অব্যাহত রাখতে বিধি মোতাবেক সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত আইন ২০০৯, ২০১৩ পর ২০২০)-এর ১৮(৫) ধারা মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসার বরাবরে আবেদন করার প্রেক্ষিতে ঢাকা জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো. আইন উদ্দীনকে সভাপতি ও উক্ত কার্যালয়ের পরিদর্শককে সদস্য করে ছয় সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেন। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত নির্বাচন করার নির্দেশনা অব্যাহত রাখেন।
তিনি আরও জানান, বিধি মোতাবেক নির্বাচনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করার পর সমিতির অর্থ ও সম্পদ আত্মসাৎকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগের সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের একান্ত সহকারী ছাত্র হত্যা মামলার আসামী আক্তার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান ও সমিতির অর্থ ও সম্পদ লুণ্ঠনকারী আব্দুল লতিফ দেওয়ান ও বাতিল হওয়া সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ না করে কমিটি বাতিলের অপপ্রয়াস চালাচ্ছে। সমিতির সদস্যরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অবৈধ কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে আত্মসাৎ করা টাকা ও অবৈধভাবে লিখে দেয়া বাড়িটি ফেরত পেতে সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান তিনি।

Related Articles

Back to top button