বাংলাদেশ

বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য সহ কার্গো ট্রাকের চালক ও হেলপার আটক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে কার্গো ট্রাকথেকে দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের পন্য সামগ্রী জব্দ করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এসময় পাচারের সাথে জড়িত চালক হেলপারকে আটক করা হয়।
২৩সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে এগারো টার দিকেবেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকেএকার্গো ট্রাক সহ এসব পণ্য জব্দ করা হয়।
আটকৃতরা হলো, মাগুরা সদর থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক (৪৬)একই এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।

বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালকস্বীকার করেন ২০ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তি বদ্ধ হন।
বিজিবি জানান,গোপন সংবাদে জানতে পারি পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাবে।এমন সংবাদের ভিত্তি তে বিজিবির একটি দল ভবেরবেড় পৌর ট্রাক টার্নিালের সামনে অবস্থান করে। এসময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশী করে ভারতীয় শাড়ী,থ্রি পিচ ওষুধ,মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৫৫ লাখ ৯শত ৩০ টাকা।

আটককৃত চোরাচালানী মালামাল সহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

প্রেরক
মসিয়ার রহমান কাজল,বেনাপোল।
মোবাইল,–০১৯১১৯৪১৭২২
তারিখ,–২৩/০৯/২০২৫

Related Articles

Back to top button