বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় অপপ্রচারের প্রতিবাদে মাখন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন এর বিরুদ্ধে মেম্বারদের মিথ্যা তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকাল উপজেলা সদরের কুটুমবাড়ি কনভেনশান সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওলামা দলের নেতা মাওলানা আঃ বাছেদ, সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া, শাহজাহান মাষ্টার প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মেম্বারদের সাংবাদিক সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আওয়ামী ফ্যাস্টিট। জুলাই-আগস্টের আন্দোলনে তারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। এর আগেও একাধিকবার চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল কিন্তু তাতেও কোন কাজ হয়নি। আমরা ফ্যাস্টিটদের উদ্দেশ্যে বলতে চাই, যেভাবেই হোক আপনারা ওয়ার্ডের প্রতিনিধি। জনগণের উন্নয়নের জন্য কাজ করুন। মানুষের সাথে প্রতারণা করবেন না। তাহলে আগামী নির্বাচনে স্থানীয় ভোটাররা আপনাদের উচিত জবাব দিবে।

Related Articles

Back to top button