বেনাপোল বিয়ে বাড়িতে উলামা সমাবেশ

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল বিয়েবাড়িতে বাংলাদেশ জামায়া তে- ইসলামীর উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টম্বর রোজ শনিবার সকাল ৯ টায় বেনাপোল পৌর সভার বিয়ে বাড়ির হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানাশাখা উলামা বিভাগের আয়ো জনে সভাপতি হযরত মাও: ইলিয়াস এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুররহমানকেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য-যশোর- ৮৫, শার্শা -১
গণমানুষের নেতা এবং মনোনীত এমপি প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃমোঃআব্দুল আজিজ, সভাপতি উলামা বিভাগ,যশোর।মাওঃ মোঃ নাজির হুসাইন কর্ম পরিষদ সদস্য যশোর জেলা।রেজাউল ইসলাম আমিরবেনাপোল পোর্ট থানা শাখা।মোঃইউসুফ আলী সেক্রে টারি।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন —
মাওলানা মোঃ মুজিবুর রহমান,মাওঃ মোঃ ইয়াকুব আলী,মাওঃ মোঃ রিয়াসাত আলী
মাওঃ মোঃ আরিফ বিল্লাহ,মাওঃ মোঃলোক মান হোসেন,মাওঃ মোঃ সিরাজুল ইসলামল
সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।