বাংলাদেশ

যশোর সীমান্তে বিজিবি’র অভিযান,দুদিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি:বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি’সুত্রে জানাগেছে চলতিসেপ্টম্বর মাসে৭ও ৮ (২০২৫) তারিখ,দুদিন অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক করেছে।

রবিবার ৭ সেপ্টম্বর (২০২৫)তারিখে আটক মালামালের মূল্য ৬,৪৬,৩২০/-(ছয় লাখ ছেচল্লিশ হাজার তিনশত বিশ) টাকা,এবং সোমবার ৮সেপ্টম্বর(২০২৫)তারিখে আটক মালের মূল্য ২,৮৬,০০০/-(দুই লাখ ছিয়াশি হাজার) টাকা।

সর্ব মোট দুদিনে আটককৃত মালের মুল্য
৯,৩২,৩২০(নয় লাখ বত্রিশ হাজার তিনশত বিশ) টাকা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র টহলদল পাঁচপীরতলা শালকোনা শাহজাদপুর,বেনা পোল-বিওপি,বেনাপোল আইসিপি,আমড়া খালী,মাসিলা বিওপি সীমান্তে অভি যান চালিয়ে মদ ফেন্সিডিল শাড়ী কীটনাশক ঘাসবীজ ব্যালেন্ডার মেশিন ও কসমেটিক্স সামসী আটক করে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button