বাংলাদেশ

চর ফুলজুরে জনশুন্য আশ্রয় কেন্দ্র

হাবিবুর রহমান : জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পশ্চিম চর ফুলজুর গ্রামে নির্মিত আশ্রয় কেন্দ্রে ৪৫ টি ঘরের একটিরও ভিতরে কোন লোকজন বসবাস করিতেছে না। এই ঘরগুলো ভূমিহীন, হতদরিদ্র গরীব মানুষদের বসবাস করার জন্য সরকার কর্তৃক বিনা টাকায় বরাদ্দ দেয়ার জন্য নির্মিত হয়েছিল। ঘরগুলো তখনকার চেয়ারম্যান,মেম্বারদের সুপারিশে বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় তখনকার চেয়ারম্যান, মেম্বার ১০,১৫,২০ হাজার টাকা করে যার কাছ থেকে যা পারে আদায় করে বরাদ্দ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে কাউকেই দলিল আকারে কোন কাগজপত্র প্রদান করা হয়  নাই। অথচ আসলেই যারা ভূমিহীন বা হতদরিদ্র অসহায় মানুষ, যারা কোন টাকা দিতে পারে নাই, তাদেরকে এই ঘরগুলোর কোন ঘরই বরাদ্দ দেয়া হয় নাই। অথচ এই ঘরগুলো প্রকৃত ভূমিহীন হতদরিদ্র গরীব মানুষদের জন্যই নির্মান করা হয়েছিল। জানা যায় চর ফুলজুর গ্রামের উক্ত জায়গাটি যাদের পূর্ব পুরুষদের ছিল তাদের বংশের কাউকেও এই ঘরগুলোর একটি ঘরও বরাদ্দ দেয়া হয় নাই। যদিও তাদের মধ্যে অসহায় ও নিতান্ত গরীব রয়েছে। প্রকৃতপক্ষে উক্ত জায়গার উপর তাদের হক ও দাবী রয়েছে। এই আশ্রয় কেন্দ্রের সাথেই রয়েছে তাদের বসতবাড়ি। উক্ত বাড়ির মোঃ  সোবাহান ডাক্তারের মেয়ে রুপসী খুবই দুঃখ প্রকাশ করে জানায় যে, তিনি স্বামীহারা হয়ে সন্তানদের নিয়ে বর্তমানে মাথা গোজার ঠাইও নাই তবুও তাকে আবেদন করা সত্ত্বেও  টাকা প্রদান করতে না পারাতে, তাকে কোন ঘর বরাদ্দ প্রদান করে নাই । তাই বর্তমানে রুপসী বাধ্য হয়ে গরীব পিতার উপর নির্ভর করে তার বাবার সাথে বসত করা  ছাড়া রুপসীর  আর কোন গতি নাই। সরেজমিন তদন্তে জানা গিয়েছে যে, যাদের ঘরবাড়ি রয়েছে, তারাই টাকা খাটিয়ে এখানকার ঘরগুলো বরাদ্দ নিয়েছে। তারা এই আশ্রয় কেন্দ্রে বসবাস করতে লজ্জা বোধ করে বলে ধারনা করা হয়। এই গ্রামের প্রকৃত ভূমিহীন বা হতদরিদ্র অসহায় গরীব অনেক  পরিবার রয়েছে। যাদের প্রকৃতপক্ষে এই ঘরগুলো বিশেষ প্রয়োজন। এই ঘরগুলো এভাবে পরিত্যক্ত থাকতে থাকতে ভীষন ভাবে নষ্ট হতে চলেছে। উক্ত আশ্রয় কেন্দ্র এখন গরু ছাগলের আশ্রয় কেন্দ্রে পরিনত হয়েছে শুধু মাত্র অল্প টাকার লোভে পড়ে অনৈতিক বরাদ্দের কারনে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ও সচিব মহোদয়ের কাছে চর ফুলজুর গ্রামবাসীর আকুল আবেদন যেন, উক্ত আশ্রয় কেন্দ্রের ঘরগুলো সঠিক তদন্ত করে প্রকৃত ভুমিহীন হতদরিদ্র গরীব মানুষদের মাঝে পুনরায় বরাদ্দ দেয়া হয়। ঘর আছে মানুষ নাই, এইটা কেমন প্রকল্প ভাই। এটাই এখন জনমনের প্রশ্ন ?

Related Articles

Back to top button