
এস.এম.নাহিদ :রাজধানীর খিলক্ষেত থানাধীন বরুয়া মোল্লাপাড়া মাদক স্পটে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে। সোমবার (১৯শে অগাস্ট) রাত আনু: ৯:৩০ মিনিটের টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আফাজ উদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯২,১৯০/-(বিরানব্বই হাজার একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আফাজ-রহিমা দম্পতি দীর্ঘদিন ধরে বরুয়া মোল্লাপাড়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও অদৃশ্য মহলের ছত্রছায়ায় তারা আইনের হাত থেকে রক্ষা পেয়ে আসছিলেন। অবশেষে যৌথবাহিনীর এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।তবে থানা সূত্রে জানা যায়,মাদক ব্যাবসায়ী এই আফাজ উদ্দিনের নামে মাদকের ৬ থেকে ৭টি ও তার স্ত্রী রহিমার নামে ৫টি মামলা রয়েছে এই খিলক্ষেত থানায়। এমনকি আফাজ উদ্দিনের শাশুড়ী তথা রহিমার মা রাহেলা বেগমের নামেও রয়েছে এক ডজনেরও বেশি মাদক মামলা। আফাজ উদ্দিনের শ্যালক তথা স্ত্রী রহিমার ভাই রাকিবও এই সর্বনাশা মাদক ব্যাবসায় জড়িত।রাকিবের নামেও খিলক্ষেত থানাতে মাদকের মামলা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
গ্রেপ্তারের পর আফাজ উদ্দিন ও রহিমা খাতুনকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৪।এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।