
মসিয়ার রহমান কাজল,বেনাপোল: যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা হতে ৮৩১ গ্রাম ওজনের ০৫ টি স্বর্ণের বার সহ০২জন আসামী আটক করেছে বিজিবি
১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকাল ৯ টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ডএলাকার পাকারাস্তার উপর হতে ০২ জন আসামীসহ ৮৩১ গ্রাম ওজনের ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার এবং ০২টি মোবাইল আটক করে।আটককৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, একজন ঢাকা থেকে নাভারন এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।তারা জানায় এক জন ঢাকার যাত্রাবাড়ী অন্যজন ঢাকার তেঘরিয়া,কেরানীগঞ্জ এলাকার চোরাকার বারীদের নিকট হতেস্বর্ণের বারগুলোসংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট গমন করছিল।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা-(১) মোঃ আব্দুল হালিম (২৭), পিতাঃ আব্দুল গনি সরদার, গ্রামঃসজ্জনকান্দা, ডাকঘর-রাজবাড়ী, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃরাজবাড়ী, (২) মোঃশহিদুল ইসলাম (২৯), পিতাঃ নান্নু মাতবর, গ্রামঃশুভগ্রাম, ডাকঘর-নড়িয়া, থানাঃ নড়িয়া, জেলাঃ শরিয়াতপুর। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,২২,২৫,৬৭২/-(এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা, এবং নগদ ১৫,৭৩০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,২২,৮১,৪০২/-(এক কোটি বাইশ লক্ষ একাশি হাজার চারশত দুই) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি,পিএসসি জানান,দীর্ঘদিনযাবত অস্ত্র স্বর্ণ,রূপা, মাদক, ডলার,রুপি,হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্প না-অনুযায়ী গোয়েন্দা তৎপরতা আভি যানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।