
মীর সাজু, চরফ্যাশন থেকে:সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমিন মিথি এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান,চরফ্যাশন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা জামায়েতি ইসলামের সভাপতি মো শরিফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন, কৃষি অফিসার নাজমুল হুদা,স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন বসাক, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার,চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠিনক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার,দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হকসহ সরকারী কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা চরফ্যাশন উপজেলার আইশৃঙ্খলার বিভিন্ন বিষয় আলোচনা করেন, যেমন মাদক, যানজট নিরসন, ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানান বিষয় আলোচনা করেন।