
টাইমস ২৪ ডটনেট : রাজধানী উত্তরার আজমপুরে মেট্রোপলিটন প্রেস ক্লাব এর আয়োজনে গাজীপুরে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার খুনীদের দ্রুত বিচার কার্য সমাধান করে শাস্তি নিশ্চিত করার দাবীতে এই মানববন্ধন আয়োজন করা হয় ।
গাজীপুরে গত ৭ ই আগস্ট রোজ বৃহস্পতিবার অপরাধীদের অপরাধ ( হানি ট্রাপ ) সংঘটিত হবার কালে তুহিন গোপনে ভিডিও ধারণ করেন। যার পিরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে খুনিরা তুহিনকে খুজতে থাকে এবং ভিডিও ডিলিট করতে হুমকী দিতে থাকে। ঐদিন সন্ধ্যায় তুহিন একটি দোকানের সামনে বসা অবস্থায় কেটু মিজানসহ অন্যান্য আসামীরা তাকে কুপিয়ে এবং গলাকেটে নৃশংসভাবে খুন করে। পরবর্তীতে পুলিশ ৭ জন আসামীকে গ্রেফতার করে চালান করে। যার বিচারিক প্রক্রিয়া চলমান।
মেট্রোপলিটন প্রেস ক্লাব খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানিয়ে এই মানববন্ধন করে।
মেট্রোপলিটন প্রেস ক্লারের সাধারণ সম্পাদক মিজান বিন নূরের পরিচালনায় মানববন্ধন শুরু হয়। তারপর মানববন্ধনে উপস্তিত গণমাধ্যম কর্মীরা বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন কে আর খান মুরাদ, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, ইত্তেখার,জাহিদ হাসান,মোহাম্মদ আমিনুল ইসলাম, সেলিম খন্দকার, মনীর চৌধুরী,কামাল খান প্রমূখ।
মানববন্ধনে মেট্রোপলিটন প্রেস ক্লাব এর সভাপতি এইচ আর হাবিব বলেন। তুহিন হত্যার বিচার এবং সারাদেশের সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত গণমাধ্যম কর্মীরা রাজপথে থাকবে।