
টাইমস ২৪ ডটনেট: ইসরায়েল থেকে আসা হুমকি এখনও বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার ( ২ জুলাই) এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন সেনাপ্রধান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হাতামি বলেন, এক শতাংশ হুমকিকে ১০০ শতাংশ হুমকি হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের শত্রুকে অবমূল্যায়ন করা উচিত নয় বা তাদের হুমকিকে শেষ বলে ধরে নেওয়া যাবে না।তিনি আরও বলেন,ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি অক্ষত রয়েছে এবং অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।গত মাসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সতর্ক করেছিলেন যে,যদি তাদের হুমকি দেওয়া হয়,তবে ইসরায়েল আবার ইরানে হামলা চালাবে।গত জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একত্রে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। তথাকথিত ১২ দিনের যুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পালটা জবাব দেয় তেহরান।