বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংকের জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মাখদুম সামি কল্লোল: বাংলাদেশ কৃষি ব্যাংক জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাংক পরিবারের সন্তানদের মাঝে মনন বিকাশে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষি ব্যাংকের জনসংযোগ ও প্রটোকল বিভাগ এবং এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ বি-৯৮৫ এই আয়োজন করে।
শনিবার ২ আগস্ট, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণের সন্তানদের মধ্যে জুলাই অভ্যুত্থানের বিষয়টি ধারণা দিতেই জাতীয় পতাকা, প্রাকৃতিক দৃশ্য ও জুলাই গণঅভ্যুত্থান এই তিন বিষয়ে, প্লে হতে ১ম শ্রেণি, ২য় শ্রেণী হতে ৫ম শ্রেণি, এবং ৬ষ্ঠ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, বাচ্চাদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুলাই ২৪ শে’র দিনগুলোর ধারাবাহিক ভিজ্যুয়াল চিত্র ও সঙ্গীতের মাধ্যমে উপস্থাপন করা হয় আলেখ্য অনুষ্ঠান। এতে জুলাই বিপ্লবের ধারাবাহিক ধারণা দর্শকদের সামনে তুলে ধরা হয়। দৃশ্যকাব্যিক সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের তা আকৃষ্ট করে।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বেতন কমিশনের সদস্য ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাহিদ হোসাইন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের এমডি সঞ্চিতা বিনতে আলী।

Related Articles

Back to top button