বাংলাদেশ

৭ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে প্রেরণ তুরাগের আ.লীগ নেতা মিজান গ্রেফতার

তুরাগ প্রতিনিধি : রাজধানীর তুরাগ থানা আওয়ামীলীগের আহালিয়া ইউনিট কমিটি জয়েন্ট সেক্রেটারি (যুগ্ম সাধারণ সম্পাদক) মিজানুর রহমান ওরফে মিজান (৪৫)কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল আহালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আজ শুক্রবার (১লা আগষ্ট) দুপুর আড়াইটায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা দৈনিক জনতাকে গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে আজ শুক্রবার সকালে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আসামি মিজানুর রহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) কোর্টে পাঠানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পেনাল কোড আইনে মামলা রয়েছে। সে ওই মামলার ৯২ নম্বর এজাহারনামীয় আসামি । যার মামলা নম্বর – ৬১, তারিখ -৩০/০৫/২০২৫ ইং ধারা-১৪৩ /১৪৭ /১৪৮ /৩০২ /১১৪ /৩৪ দণ্ডবিধি।

Related Articles

Back to top button