বাংলাদেশ

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছেন

মোহাম্মদ রফিক, টাইমস ২৪ ডটনেট :উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার উন্নত হওয়ায় ২ শিক্ষাথী রাফসি আক্তার রাফিয়া( ১২বছর) বয়সী, ও আয়ান খান( ১২ বছর) বয়সী, শনিবার( ২৬ জুলাই) বিকেলের দিকে দুজনকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের উপস্থিতিতে পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন ছাড়পত্র দেন। শনিবার বিকেলের দিকে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আই সি ইউ তে) রাখা হয়েছে। ৯ জনকে সিবিআর ক্যাটাগরিতে রাখা হয়েছে।এবং অন্যান্য রোগীদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে । আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।

 

Related Articles

Back to top button