বাংলাদেশ

এফসিপিএস ডিগ্রি অর্জন করলেন ডা: মোখলেছুর রহমান পনির

মো. আ. জব্বার : ফুলবাড়ীয়ার কৃতিসন্তান দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মো: মোখলেছুর রহমান (পনির) ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেছেন।

তিনি কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ বাংলাদেশ, ময়মনসিংহে ওরাল এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) হতে তিনি এ ডিগ্রি লাভ করেন।
কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ে এ সম্মানিত ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি একদিকে কর্মজীবনে উচ্চতর পদে কাজ করার সুযোগ পেয়ে অনেকদূর এগিয়ে যেতে পারবেন এবং অন্যদিকে রোগীরা পাবেন উন্নত মানের চিকিৎসা সেবা।
ডা: মো: মোখলেছুর রহমান (পনির) ফুলবাড়ীয়া পৌরসভার ৬নং ভালুকজান ওয়ার্ডের আলহাজ্ব মো. সেকান্দর আলী ও মনোয়ারা বেগম দম্পিতর ২য় সন্তান।
তিনি ১৯৯৯ সালে পৌরসদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন। এরপর লেখাপড়ার ধারাবাহিতকায় ২০০৭ সালে সালে বি.ডি.এস. (ঢাকা ডেন্টাল কলেজ) হতে এমবিবিএস পাশ করেন। পারিবারিক জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক।

ডা. মো. মোখলেছুর রহমান (পনির) বলেন, আমার এই অগ্রযাত্রায় পিছনে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন, এলাকাবাসীর অবদান রয়েছে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমি মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমি সকলের নিকট দোয়া কামনা করি।
অভিনন্দন : ফুলবাড়ীয়া হেলথ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মোখলেছুর রহমান (পনির) ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্জন করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালনা পর্ষদ সহ সকল পর্যায়ে কর্মরত কর্তা-ব্যক্তিরা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Back to top button