
মীর সাজু,ভোলা চরফ্যাশন থেকে ॥ যুবতি বিয়ের দাবীতে গত ৪দিন ধরে ভোলার চরফ্যাশন মাদ্রাজ চরআফজাল ১নং ওয়ার্ড চান মিয়া হাওলাদার বাড়িতে অনশন করায় ছেলের পিতা অনশনে বসা মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। গিয়াস হাওলাদারের কলেজ পড়ুয়া ছেলে এনামুল হাসান তন্ময়ের সাথে প্রেমের সম্পর্ক দাবী করে বিয়ের দাবীতে এই অনশন করা হয়। গতকাল শনিবার(২৬জুলাই) হোটেল গোল্ডিপ হলরুমে ছেলের পিতা গিয়াস হাওলাদার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করেন,আমার ছেলের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। আমার ছেলে নির্দোষ বলে কেদে কেদে বলেন ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।
এই মেয়ের সাথে একাধিক ছেলের সঙ্গেও সংযুক্ত ছবি আছে। তাই আমি এই মেয়েকে কখনও আমার ছেলের বউ হিসাবে মেনে নিব না। সংবাকর্মীদের এক প্রশ্নের জব্বাবে ছেলের বাবা গিয়াস হাওলাদার বলেন, শুধু যদি আমার ছেলের সঙ্গে প্রেম বা ছবি থাকত তাহলে আমি বউ হিসাবে মেনে নিতাম। যেখানে এই মেয়ের সঙ্গে একাধিক ছেলের ছবি আছে সেহেতু আমি এই মেয়েকে কখনো বউ হিসাবে মেনে নিব না। গত ৪দিন ধরে আমরা বাড়িতে না থাকা সত্তে¦ও আমার পাশের ঘরে অবস্থান করছেন মেয়েটি। এতে আমার এবং আমার ছেলের ভবিষৎ নষ্ট করছে। আমি তার হাত থেকে পরিত্রাণ পেতে সংবাদকর্মীদের হস্তেক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য ২২জুলাই চরফ্যাশন থানা তন্ময়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে ২৩জুলাই থেকে বাড়ি গিয়ে বিয়েদাবী করেন মেয়েটি। স্কুল পড়ুয়া শিক্ষার্থী ভোলা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বক বলে জানা গেছে।বিয়ের দাবীতে অনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে ভোলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।