বাংলাদেশ

চেচরীরামপুরে মহিলা দলের নেতাকর্মীদের মাঝে বিএনপির সদস্য ফরম বিতরন

টাইমস ২৪ ডটনেট : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।
রবিবার ২০ জুলাই, চেচরীরামপুর ইউনিয়নে মহিলা দলের উদ্দ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠী জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, ঝালকাঠি -১ রাজাপুর-কাঠালিয়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আাজম সৈকত এর তত্বাবধানে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরন করা হয়।
সদস্য ফরম বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির, কাঠালিয়া উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরন মনটরিং সেল চেচরীরামপুর ইউনিয়নের আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব টিএম আতিকুর রহমান পল্লব, জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি বাদল হাওলাদার, যুবদল কাঠালিয়া উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ,শ্রমিক দল কাঠালিয়া উপজেলার সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী।
এই সময় আব্দুল মান্নান হাওলাদার তার বক্তৃতায় বলেন, আমরা কাঠালিয়া উপজেলা মনিটরিং সেলের নেতৃবৃন্দের নির্দেশে চেচরীরামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে নিয়ে ওয়ার্ড মনিটরিং সেল গঠন করে প্রতিটি ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরন করেছি। আমরা চেচরীরামপুরে বিএনপি ও অংগসংগঠন ঐক্যবদ্ধ, বিএনপির নেতৃত্বে আজ আমরা ঐক্যবদ্ধ। চেচরীরামপুরে কোনো চাঁদাবাজদের স্থান হবেনা। এমনকি আমাদের দলের কোনো সদস্য যদিও চাঁদাবাজি, নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে পূনর্বাসনের দ্বায়ীত্ব নেয় তাহলে আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবো এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।

Related Articles

Back to top button