
নিজস্ব প্রতিবেদক:হুমকি দিয়ে মানুসিক চাপ ও গোপনে চাঁদা দাবির মাধ্যমে সুপরিকল্পিতভাবে ব্ল্যাকমেইলের প্রচেষ্টাকারী এবং পরোক্ষভাবে মোটা অংকের অর্থ দাবির ইঙ্গিত দিয়েছিলেন শাহ হাবিবুর রহমান। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অপপ্রচারে নেমেছেন। কোনো অন্যায় বা বেআইনি চাপে সাড়া না দেয়ায় তিনি পরিবারের বিরুদ্ধে চরমভাবে ভিত্তিহীন ও অসত্য বক্তব্যের ভিডিও তৈরি করে তা প্রকাশ করেছেন। এর প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছেন মো. তারেক আহমেদ নামের এক ভুক্তভোগী।
গতকাল শনিবার (১৯ জুলাই) রাজধানীল সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবীর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ ও নিন্দা জানান ভুক্তভোগী এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিবেশী মামুন, শাকিল আহমেদ, বাবুল ও সুমনসহ অন্যান্যরা।
লিখিত বক্তব্যে মো. তারেক আহমেদ জানান, হাবিবুর রহমানের প্ররোচনায় ভিত্তিহীন অপপ্রচারে জড়িত ওই নারী তাদের পরিবারের কেউ নন। তিনি এক সময় তাদের বাড়ীর গৃহকর্মী হিসেবে কাজ করতেন। আজ তিনি নিজেকে মিয়া বাবরের সন্তান দাবি করছে, যা মিথ্যা পরিচয় ও জাল মালিকানার ভিত্তিতে সম্পত্তি দাবি করছেন যা সরাসরি প্রতারণার শামিল। তার মরহুম দাদা মিয়া ইসমাইল হোসেনের সন্তান বাবর হোসেন যিনি বহু আগেই লিখিত দলিলের মাধ্যমে বাড়ীর অংশ তার আপন ভাই মিয়া আমির হোসেনের কাছে হস্তান্তর করেন এবং অন্যান্য জমি বিভিন্ন লোকের কাছে বিক্রি করেন। সেই বন্টকনামার মূল দলিল তাদের হেফাজতে রয়েছে। যা সম্পত্তির বৈধ মালিকানা নির্ধারণে একটি অখন্ড ও বৈধ প্রমাণ।
তিনি আরও জানান, বর্তমানে ওই সম্পত্তিতে মিয়া বাবর হোসেইনের ভাই মিয়া আমির হোসেন (টুটুল) বৈধভাবে বসবাস করছেন। যার নামে দলিল, নামজারি, কর পরিশোধ ও সরকারি রেকর্ডভুক্ত সকল কাগজপত্র রয়েছে। এছাড়াও স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়রা দীর্ঘ দিনযাবত এ সম্পর্কে অবগত রয়েছেন। একজন সাবেক গৃহকর্মী এখন মিথ্যা পরিচয় দিয়ে ভিডিও বানিয়ে সংবাদ সম্মেলনের নামে যেভাবে নাটক সাজিয়েছেন তা সম্পূর্ণরূপে বানোয়াট, মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
তিনি জানান, মিথ্যা ও প্রতারণামূলক ভিডিও সংবাদ সম্মেলনের পূর্ণাঙ্গ তদন্ত করে শাহ হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রশাসন, কেশবপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোড় দাবি রইলো। যাতে করে ভবিষ্যতে কেউ এভাবে জাল-জালিয়াতি ও ভুয়া পরিচয় দিয়ে ভুয়া দাবি তুলে নিরীহ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপচেষ্টা চালাতে না পারে বলে জানান তিনি।