বাংলাদেশ

ফুলবাড়ীয়াকে ফুলের মত করে গড়বো -ওসি রুকনুজ্জামান

মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আমরা একটি যুদ্ধের পর পরিবর্তনের অঙ্গিকার নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছি। আমাদের অনেক আশা-আখাংকা এবং ইচ্ছা মাদক ও জুয়ামুক্ত করার মাধ্যমে এই ফুলবাড়ীয়াকে ফুলের মত করে সুন্দর ভাবে গড়বো। তিনি বলেন, পরিবর্তনের জন্য পুলিশ একা কাজ করতে পারবে না- আমরা সুশীল সমাজ, সাধারন মানুষ আপনাদেরকে নিয়েই কাজ করবো। মাদক ও জুয়ামুক্ত ফুলবাড়ীয়া গড়তে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শনিবার (১৯ জুলাই) বিকেলে পীরগঞ্জ ৮নং ওয়ার্ডে পুটিজানা ইউনিয়নের সুশীল সমাজের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান এসব কথা বলেন।
“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” -এই স্লোগানকে সামনে রেখে তিনি আরও বলেন, সুশীল সমাজ হলো সেই সমাজ যারা সমাজের মধ্যে কোন অন্যায়, অবিচার এবং নিয়মের বাহিরে কোন কাজ পছন্দ করে না। তিনি বলেন, সমাজকে ঠিক করতে হলে আগে পরিবারটাকে ঠিক করতে হবে। পরিবার ঠিক করার দায়িত্ব হলো পরিবারের কর্তার। আপনার সন্তানরা কোথায় যায়, কি করে সেটা খেয়াল করতে হবে। মাগরিবের নামাজের পরেই যার যার সন্তানকে বাড়িতে আনতে হবে। আর বড়রা এশার নামাজের পর বাড়িতে সন্তানদেরকে সময় দিতে হবে। তিনি বলেন, আমি যোগদানের পর দেখেছি অনেক মানুষ আমাকে বলেছে আমার সন্তানকে হাজতে দিয়ে দিন, কোন পর্যায়ে হলে পিতা এমন কথা বলতে পারে। অনেক সন্তান আছে বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে, আপনি সমাজের প্রতি দায়িত্ব পালন না করলে আপনার সন্তান মানুষ হবে না। আপনার সন্তান লেখাপড়া করতে পারে কিন্ত প্রাকৃতিক বিচারে আপনার সন্তান অমানুষ হবে। তারা সমাজের কোন কাজে আসবে না। অশিক্ষিত হউক, ব্যবসায়ী হউক আমরা চাই আপনার সন্তান মানুষ হউক।
এলাকা বাসীর সার্বিক সহযোগিতায় ব্যতিক্রম এ কর্মশালার আয়োজন করেন সমাজেসবক জসিম উদ্দিন।
নজরুল ইসলাম বকুল মাস্টারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার এস,আই আব্দুল আলিম, এ,এস,আই শহিদুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজ সেবক মো. শহিদুল ইসলাম সরকার, মোঃ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম, আলাউদ্দিন মাস্টার, মোঃ শরীফ, আলমগীর হোসেন মাস্টার এবং এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান।
উক্ত কর্মশালায় ওসি মোহাম্মদ রুকনুজ্জামান মাদক ও জুয়ার কুফল, এগুলোর বিস্তার রোধে করণীয় এবং জনসচেতনতা সৃষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাদক ও জুয়ার কারণে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসা দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং এগুলোর বিরুদ্ধে সমাজের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এছাড়াও, কর্মশালায় ওসি সাধারণত মাদক ও জুয়া বিরোধী অভিযানে পুলিশের ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
মাদক ও জুয়া থেকে দূরে থাকার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
উক্ত কর্মশালায় ওসি সমাজের সকল স্তরের মানুষকে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এর বিরুদ্ধে সকলকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে বলেন।

Related Articles

Back to top button