
টাইমস ২৪ ডটনেট: ভোলার চরফ্যাশনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় চড়ফেশন সরকারি কলেজের সামনে পেশাগত দায়িত্ব পালন করতে যান দৈনিক জনতা পত্রিকার ভোলা দক্ষিণ জেলা প্রতিনিধি, অন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল টাইমস২৪ ডটনেটের বিশেষ প্রতিনিধি এবং সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মীর সাজেদুর রহমান সাজু। এসময় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কবলে পড়েন সাংবাদিক মীর সাজেদুর রহমান সাজু। সড়ক দুর্ঘটনায় তার বাম হাতের একটি আর ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে রাখা হয়েছে। বর্তমানে ডাক্তারের পরামর্শে তিনি সম্পূর্ণভাবে বিশ্রাম আছেন। এই ব্যাপারে চরফ্যাশনের সাংবাদিক ঐক্য পরিষদের সকল সাংবাদিক তার জন্য দোয়া করেন। তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ভোলার সাংবাদিকদের মাঝে ফিরে আসেন । সবাইকে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।