
টাইমস ২৪ ডটনেট :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে।
বিএনপি গত ১৫ মে, ২০২৫ থেকে এই সদস্য সংগ্রহের এই কার্যক্রম শুরু করেছে, যা আগামী ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত চলবে। এই কার্যক্রমে এক কোটি নতুন সদস্য সংগ্রহ করা হবে।
দলটি মনে করছে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং শেখ হাসিনার ‘আগ্রাসন’ কমে যাওয়ায়, সমাজের সর্বস্তরের মানুষ বিএনপির সদস্য হতে আগ্রহী হবে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় কমিটি গঠন চলছে এবং বিভাগীয় শহরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযান শুরু হয়েছে।
সোমবার ১৪ জুলাই জেলা ও সংসদীয় আসন ভিত্তিক নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জননেতা তারেক রহমানের নির্দেশে ঝালকাঠি জেলায় সমন্বয়ক টীম গঠন করা হয়েছে।
টিমের সদস্য হয়েছেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত।
খুব শীঘ্রই ঝালকাঠি জেলার দ্বায়িত্ব প্রাপ্ত টীমের সদস্যবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঝালকাঠি জেলায় কর্মসূচি ঘোষণা করবেন।
ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত এই সমন্বয়ক টিম খুব শীঘ্রই জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করবেন।
এ উদ্যোগের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী এবং জনসম্পৃক্ত রাজনীতি চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
উল্লেখ্য, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০১৮ সালের নভেম্বরে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল। কিন্তু বর্তমানে যে সদস্য ফরম বিক্রি হচ্ছে, তা মূলত নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের জন্য।