topআন্তর্জাতিক

যে কারণে ব্রাজিলের পেছনে লাগলেন ট্রাম্প

টাইমস ২৪ ডটনেট: সম্প্রতি ব্রিকস সম্মেলনে ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেছিলেন, বিশ্ব এখন আর কোনো সম্রাট মেনে নেবে না। এবার তার প্রতিক্রিয়ায় ব্রাজিলের পেছলে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি ব্রাজিলে তৈরি পণ্যের ওপর ৫০ শতাংশ কর বসানোর পরিকল্পনা করছেন। এর মাধ্যমে লাতিন আমেরিকার এই দেশের সঙ্গে তার চলমান দ্বন্দ্ব যেন আরও বাড়িয়ে তোলার ইঙ্গিত দিলেন তিনি।এক চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ চালাচ্ছে এবং দেশটির সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে ‘ডাইনি শিকার’ অভিযান চালাচ্ছে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে বিচার চলছে।
জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে জানান, ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ব্রাজিলের বিচারব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ সহ্য করা হবে না।এর আগে সপ্তাহের শুরুতে বলসোনারোর বিচার নিয়ে ট্রাম্প ও লুলার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সে সময় লুলা বলেছিলেন, আমরা কারও হস্তক্ষেপ মেনে নেব না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এদিকে, গত বুধবার ট্রাম্প জানিয়েছেন, কপার বা তামার আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। চলতি সপ্তাহে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে ২২টি চিঠি পাঠিয়েছেন, যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো বাণিজ্য অংশীদার দেশগুলোকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে তাদের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে।

Related Articles

Back to top button