বাংলাদেশ

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

জেসমিন আক্তার রোদেলা, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার সেরা স্টলগুলোর নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।


এবারের বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারীগুলোর মধ্যে প্রথম স্থানের গৌরব অর্জন করেছে ‘ভাই ভাই নার্সারী’। নার্সারীর স্বত্বাধিকারী মো. নূরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ভাই ভাই নার্সারী দ্বিতীয়বারের মতো মেলায় প্রথম স্থান অধিকার করলো। এর আগেও নার্সারীটি একাধিকবার দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অন্যান্য নার্সারীর স্বত্বাধিকারীদের হাতেও পুরস্কার তুলে দেন।


গত ২৯ জুলাই নগরীর শহীদ জিয়া হল প্রাঙ্গণে এই সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার এবং বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা। এবারের মেলায় বন বিভাগসহ মোট ৪০টি নার্সারী অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়।

Related Articles

Back to top button