বাংলাদেশ

চরফ্যাশনে স্ত্রীর মামলা করায় শালার উপর প্রতিশোধ নিলো দুলাভাই

চরফ্যাশন প্রতিনিধি: সোমবার ৭/৭/ ২০২৫ইং চরফ্যাশন বাজারের শরিফ পাড়া মারুফের হোটেলের সামনে রাস্তার উপর আনুমানিক ১১ টার সময় সিএনজি চালক মোঃ জহিরুল ইসলামকে ভাড়ার কথা বলে ডেকে এনে অতর্কিতভাবে তার আপন দুলাভাই মারপিট শুরু করতে থাকে এই খবর শুনে সোলাইমানের স্ত্রী জহিরুলের বোন ফাহিমা তার ভাইকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।এই ব্যাপারে জহিরুল ইসলামের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে চরফান থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ সোলায়মান আমার সম্পর্কে ভগ্নিপতি কিন্তু সোলাইমান আমার বোনকে ফেলে রেখে সে একাধিক বিবাহ করে। আমার বোন ফাহিমা ও তার দুইটি সন্তান সহ আমাদের বাড়িতে রেখে যৌতুক দাবি করে। আমরা যৌতুকের টাকা দিতে না। ক্ষিপ্ত হয়ে আমার ভাই জহিরুলকে রড ও হাতুড়ি দিয়ে মেরে জখম করে। এমনকি প্রাণ নাশের হুমকি কি দিয়ে থাকে। এবং তার পকেটে থাকা ২০ হাজার টাকা ও একটি ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান বলে জানান। এই ব্যাপারে হাসপাতালে মোহাম্মদ সোলায়মান কে জিজ্ঞাসা করলে তিনি জানান আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ নাটক ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন জহিরুল আমাকে একা পেয়ে হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করেনছেন ওই আঘাতে আমার মাথা ফেটে যায় যার কারনে আমি চিকিৎসা হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি।

Related Articles

Back to top button