বাংলাদেশ

চরফ্যাশনে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি:কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে সংগঠিত ও চাঙ্গা করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন মহিলা কলেজের সামনে এসে এক পদসভায় মিলিত হয়।

পদসভায় শেখ হারুন অর রশীদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে আধুনিক, প্রগতিশীল ও উন্নত রাষ্ট্র। শ্রমিকদল সেই অভিযাত্রার অংশীদার।”

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ফরাজি ও আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক জসিম পাটোয়ারী ও সালাউদ্দিন, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শাহাজাহান সিকদার, সভাপতি শাহাজাহান ফরাজি, সিনিয়র সহসভাপতি মুকুল এবং সাধারণ সম্পাদক হারুন পন্ডিতসহ আরও অনেকে।

স্থানীয় নেতারা এই কর্মসূচির মাধ্যমে যুবদল নেতা নয়নের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলনের ঘোষণা দেন।

Related Articles

Back to top button