বাংলাদেশ

ময়মনসিংহ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোশারফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক বাংলাদেশের আলোর মোশারফ হোসাইন, সদস্য সচিব এনটিভি অনলাইনের নিউজরুম এডিটর মো. গোলাম কিবরিয়া। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় সমিতির অস্থায়ী কার্যালয় জাহান ভিলায় এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন এটিএন নিউজের সিনিয়র নিউজ এডিটর গনি আদম,দৈনিক নবজীবনের সম্পাদক নূরুননাহার রীতা,ডিইউজের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দৈনিক বর্তমানের মো. শেখ ফরিদ ও ব্রেকিং নিউজের সালেকুজ্জামান চৌধুরী (রাজিব)।
বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালালের (সম্পাদক, এনএনবি) সভাপতিত্বে সভায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা), মোশারফ হোসেন (বাংলাদেশের আলো), মো. সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্তর), গনি আদম (এটি এন নিউজ), মো. গোলাম কিবরিয়া (নিউজরুম এডিটর, এনটিভি অনলাইন), মো. হাবিবুর রহমান (প্রধান প্রতিবেদক দৈনিক জনতা), এনামূল কবির কাজল (একুশে টিভি), নুরুন নাহার রীতা (দৈনিক নবজীবন) শেখ ফরিদ আহমেদ (দৈনিক বর্তমান), মো. মোসলেম উদ্দিন (সাপ্তাহিক একতা),বাঁধন সরকার (দৈনিক সমকাল) সোহেলী চৌধুরী (ডেইলি মর্নিং ভয়েজ), আল আমিন লিয়ন (দৈনিক আমাদের সময়), সালেকুজ্জামান চৌধুরী রাজিব (ব্রেকিং নিউজ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪ ডটকম), রেদুয়ান খন্দকার (দৈনিক নবচেতনা), মো. আক্তার হোসেন (প্রধান প্রতিবেদক, দৈনিক ভোরের ডাক) ও সুমন আহমেদ (ঢাকা নিউজ ২৪ডট কম) উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Related Articles

Back to top button