বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার মাদক সহ পণ্যসামগ্রী জব্দ

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:বেনাপোল সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে বিপুল পরিমাণে মাদক ও পণ্য সামগ্রী জব্দ হয়েছে।
শনিবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আই সিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ৪লক্ষ ৭০হাজার ৬০০/- টাকা মূল্যের ভারতীয় কম্বল, থ্রী-পিস, বিভিন্ন প্রকার চকলেট, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছেন।
বিজিবি জানিয়েছেন গত দু’দিনে ৪৫ লক্ষ ৬৩ হাজার ১১০/- টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, কাজু বাদাম, পান মসলা, বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। এরমধ্যে শনিবার দিনব্যাপী ৪লক্ষ ৭০হাজার ৬০০/- টাকা মূল্যের ভারতীয় কম্বল, থ্রী-পিস, বিভিন্ন প্রকার চকলেট, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছেন বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা।
এছাড়া, শুক্রবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, আইসিপি ও মাসিলা বিওপি, ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লক্ষ ৯২ হাজার ৫১০/- টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, কাজু বাদাম, পান মসলা, খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, গত দু’দিনে ৪৯ বিজিবির অধিনস্থ্য উল্লেখিত সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষ ৬৩ হাজার ১১০/- টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, কাজু বাদাম, পান মসলা, বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে।