
মোঃ ওসমান চৌধুরী:ফটিকছড়ি উপজেলার পূর্ব ভুজপুর মিরের খীল এলাকায় নবনির্মিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ মে) জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়।
মসজিদটি নির্মাণে সহযোগিতা করেন বাংলাদেশের অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এলাকার ধর্মপ্রাণ জনতা।
উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতি ভূজপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মাহমুদ হাসান ভূজপুরী।
কাজিরহাট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আহমদুল হক-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শরীফ উদ্দীন বিন জমির উদ্দীন নানুপুরী, চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন, ইউপি সদস্য শেখ ইব্রাহিম, ফটিকছড়ি উপজেলা প্রশাসক একরাম উদ্দিন নাছির, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা জসিম উদ্দিন আমতলী, মাওলানা আবু তালেব, মাওলানা শফিউল আলম, এরশাদ বিন জালাল, মাওলানা ওজাইর, শফিউল আলম নূরী, নাজিম উদ্দীন বাচ্চু, ইদ্রিস চৌধুরী, আবু বক্কর চৌধুরী, মাস্টার রিজোয়ান, সেলিম উদ্দীন, মীর জসিম উদ্দিন, কাজী জসিম উদ্দিন, সভাপতি জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, অর্থ সম্পাদক মাস্টার এমরান, মোঃ সোহেল রানা, মোজাহের মিয়া, আমানউল্লাহ, মাস্টার হাশেম, সৈয়দ নুর কামাল উদ্দিনসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 5000 বর্গফুট আয়তনের এই দৃষ্টিনন্দন মসজিদে একসাথে ৭০০ থেকে ৮০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের মনোমুগ্ধকর নকশা ও পরিবেশ মুসল্লিদের মুগ্ধ করে।