বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:বে নাপোল স্থলবন্দর পরিদর্শণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব ইউসুপ আলী। শনিবার (২৪ মে ) বেলা সাড়ে ১১ টার সময় তিনি বেনাপোল বন্দরের কার্গো টার্মিনালের সামনে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা পরির্দশণসহ শ্রমিক ও বন্দরের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মত-বিনিময় করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক, উপ-সচিব (ট্রাফিক) শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, রাশেদুল সজীব, সহকারি পরিচালক রতন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ সভাপতি তবিবুর রহমানসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

Related Articles

Back to top button