বাংলাদেশ

বেনাপোলে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল :বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী আটক হয়েছে।

বৃহস্পতিবার(২২ মে২০২৫)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, শাহজাদপুর, ঘিবা, ধান্যখোলা, পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসবপন্য আটক করে।
বিজিবি জানিয়েছেন আটক কৃত মালের মধ্যে ছিল বিদেশী মদ,ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রি-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, মোটরসাইকেলের পার্টস,বিভিন্ন প্রকার ঔষধ এবংকসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৩,১০,৬৫০/-(তেরো লক্ষ দশ হাজার পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button